ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যোগদানে বাধা নেই ঢাবি অধ্যাপক রিয়াজুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
যোগদানে বাধা নেই ঢাবি অধ্যাপক রিয়াজুলের

ঢাকা: ক্লাসে অশ্লীল চিত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ফলে তার বিভাগের কাজে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের নিষ্পত্তি করে রোববার (২৮ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

তবে এ শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।  

ক্লাসে অশ্লীল চিত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের গত ২৭ ফেব্রুয়ারির সাময়িক বরখাস্তের আদেশ গত ০৭ মার্চ রিয়াজুল হককে দেওয়া হয়।

পরে কোনো ধরনের স্বাভাবিক অভিযোগ ছাড়া তাকে বরখাস্তের  অভিযোগ এনে আইনি নোটিশ দেন রিয়াজুল হক। পরে হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে গত ০৯ এপ্রিল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন।
 
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাইকোর্টে রিয়াজুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের আবেদনের পর চেম্বার বিচারপতির আদালত নিষেধাজ্ঞা জারি করেন। যে নিষেধাজ্ঞা রোববার উঠিয়ে দেওয়া হয়। ফলে তিনি বিভাগের কাজে যোগদান করতে পারবেন। পাশাপাশি কর্তৃপক্ষ চাইলে তার বিরুদ্ধে তদন্তও করা যাবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইএস/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।