বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৬ জুলাই) এ আদেশ দেন।
একইসঙ্গে জালিয়াতির ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত করে মামলা দায়ের করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার একই মামলার আরেক আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
এরপর হাইকোর্টে আসামি হুমায়ন কবির জনুকে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
আসামি শহর আলী ওরফে লিটনের পক্ষে আদালতে জামিন আবেদন করেন নাসিমা আক্তার শানু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোর্শেদ।
আসামি শহর আলী ওরফে লিটনের পক্ষে আদালতে জামিন আবেদন করেন নাসিমা আক্তার শানু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোর্শেদ।
পরে মোর্শেদ বলেন, মুগদা থানাধীন বিশ্বরোডের গার্মেন্টস গলির সামনের রাস্তায় অস্ত্র ও গুলি কেনা বেচার সময় ৪ জনকে গত বছরের ১৩ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ওইদিনই মুগদা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় জুনু ও শহর আলী ওরফে লিটন গ্রেফতার হন।
এ মামলায় গত ২৭ ফেব্রুয়ারি নথি জাল করে হাইকোর্ট থেকে নেন আসামি জনু। সেদিন জনুর পক্ষে আদালতে জামিন আবেদন করেছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, আজ ওই মামলার অপর আসামি শহর আলী হাইকোর্টে জামিন নিতে এলে জালিয়াতি করে জামিন নেওয়ার বিষয়টি ধরা পড়ে।
শহর আলীর আইনজীবী নাসিমা আক্তার শানু বলেন, মামলার আসামি জনু হাইকোর্টে জামিন পেয়েছেন। সে হিসেবে শহর আলীও জামিন পেতে পারেন। তখন আদালত জনু ও শহর আলীর জামিন আবেদন পর্যালোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
ইএস/এসএইচ