ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ ২ জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ ২ জনের কারাদণ্ড

নেত্রকোনা: সরকারি চাল আত্মসাতের দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজ্জাফরপুর ইউপির চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মজনু ও তার সহযোগী জসীম উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল বাংলানিউজকে বলেন, ‘মোজ্জাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকাকালীন মুজিবুর ও তার সহযোগী জসীমের বিরুদ্ধে দুস্থদের বরাদ্দের চাল আত্মসাতের মামলা হয়।

২০১০ সালের দায়েরকৃত মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর বিকেলে বিচারক এ আদেশ দেন। ’ আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।