ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৪৬ বছরেও ন্যায়পাল নিয়োগ না দেওয়ায় রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
৪৬ বছরেও ন্যায়পাল নিয়োগ না দেওয়ায় রিট

ঢাকা: সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১২ জুলাই) এ রিট আবেদন করেন তিনি।  

সংবিধানের ৭৭ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন।

(২) সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।  

(৩) ন্যায়পাল তাঁহার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুসারে ন্যায়পাল নিয়োগে ১৯৮০ সালে আইন করা হয়েছে। কিন্তু সে আইন কার্যকর করা হয়নি।  

তিনি বলেন, আইনের ৬ ধারা অনুসারে ন্যায়পালের কাজ হলো-মন্ত্রণালয়সহ সকল সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও বিচার করা। ৩ ধারা মতে পার্লামেন্টের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতিকে ন্যায়পাল নিয়োগের ক্ষমতা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৪৬ বছরেও ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।  

‘ন্যায়পাল নিয়োগ দিলে মন্ত্রী-সচিব সবার দুর্নীতির পথ বন্ধ হয়ে যেতো,’ যোগ করেন ইউনুস আলী আকন্দ।  

রিট আবেদনে ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন অনুসারে কেন ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে না সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।  

আইন সচিব, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১২,২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।