মঙ্গলবার (১৮ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আবদুল মজিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল, সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম।
তিন মাসের মধ্য নতুন করে লালমনিরহাটের তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে খতিয়ান খুলতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রতিপালিত না হওয়ার সোমবার (১৭ জুলাই) ভূমির মালিক আবদুল মজিদ আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন।
এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের জানান, সরকার উচ্ছেদের জন্য বিবিধ মামলা করেছিল। এর বৈধতা নিয়ে আবদুল মজিদসহ মোট ৬৩ জন হাইকোর্টে ১৭টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৯ সালে ১২ নভেম্বর হাইকোর্ট তিনমাসের মধ্য তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে ওই ৬৩ জনের নামে খতিয়ান খুলতে বলেন।
ওই নির্দেশনা না পালন হওয়ায় এ রুল জারি করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ইএস/এএসআর