২১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২০০ জন অংশ নিয়েছিলেন। পরে রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আর তখনই সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন উত্তীর্ণরা।
ফলাফল দেখতে ক্লিক করুন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
ইএস/এমএ