ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালের ‍সিএমএমকে বদলির প্রস্তাব সুপ্রিম কোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বরিশালের ‍সিএমএমকে বদলির প্রস্তাব সুপ্রিম কোর্টে

ঢাকা: বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে বরগুনা সদরে কর্মরত) গাজী তারিক সলমনের মামলার বিচারক বরিশালের ‍চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইনকে বদলি করতে আইন মন্ত্রণালয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বাংলানিউজকে বলেন, ‘আইন মন্ত্রণালয়ের বদলির প্রস্তাব পেয়েছি। সুপ্রিম কোর্টের জিএ কমিটি পরবর্তীতে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন’।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ওই বিচারকের বিরুদ্ধে সম্প্রতি সার্কিট হাউজ ও লঞ্চে ভাড়া না দেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়। এসব বিষয়ে তদন্ত ও তাকে অন্যত্র বদলি করতে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।