ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আলমগীর হত্যা মামলায় তিনজনের ফাঁসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আলমগীর হত্যা মামলায় তিনজনের ফাঁসি

ঢাকা: রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বৌবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আলমগীর হোসেন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।  

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মো. জনি (২৬), মো. হাসান ওরফে কাল‍ু (২০) এবং মনির হোসেন (২৭)।

 

রায় ঘোষণার সময় আসামি জনি আদালতে উপস্থিত ছিলো। তবে পলাতক ছিলেন হাসান ও মনির হোসেন।  

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৩ আগস্ট দিনগত রাতে রাজধানীর গুলিস্তান থেকে জুরাইনের বাসায় ফেরার পথে শ্যামপুর বৌবাজার এলাকায় ৪-৫ জন ছিনতাইকারী আলমগীরকে আক্রমণ করে। বাঁধা দিতে চাইলে এ সময় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমগীরের।  

পরে ওইদিনই কদমতলী থানায় নিহতের স্ত্রী লায়লা আকতার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় জনিকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।