শনিবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের আরবিট্রেশন সেন্টারে ‘হিস্টোরি অব বাংলাদেশ বার কাউন্সিল ও জাজমেন্ট অন বার কাউন্সিল রুলস’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি আয়োজিত কর্মশালায় বক্তরা বলেন, আইনজীবী হিসেবে তালিকাভূক্তির বয়স ৪০ বা ৪২ বৎসর করা যেতে পারে।
যারা যত কম বয়সে আইনপেশায় ঢুকতে পারবে তারা এই পেশায় তত অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন বক্তারা।
বার কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে বক্তরা বলেন, বঙ্গবন্ধু রুল অব ল প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার মূল স্তম্ভের প্রতি আনুগত্যশীল মেধা সম্পন্ন ও স্বাধীনচেতা আইনজীবী তৈরির উপর জোর দিতেন। বঙ্গবন্ধুই প্রথম বার কাউন্সিলে ৫০ হাজার টাকা দিয়ে আইনজীবী কল্যাণ তহবিলের সূচনা করেন।
কর্মশালায় মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি বিচারপতি দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট সূজনী ত্রিপুরা ও জাবেদ পারভেজ।
এছাড়া অ্যাডভোকেট এ এইচ এম জুবায়ের হোসেন, মো. আনিছুর রহমান খান,মুহাম্মদ রাফিউল ইসলাম,আফসানা বেগম, মো. আলমগীর হোসেন, ড. সাদিকুর রহমান, রহিম সারোয়ার প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২৯,২০১৭
ইএস/বিএস