একইসঙ্গে ঘটনা তদন্ত করে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩১ জুলাই) এ আদেশ দেন।
পাঁচ জন হলেন– বগুড়ার শিবগঞ্জের ডবিলা গ্রামের তৈয়ব আলী, বিহার পূর্বপাড়া গ্রামের মনতাজের রহমান, বিহার সোনাপাড়া গ্রামের মিনহাজ, রয়নগর কাজীপাড়া গ্রামের মো. ছানাউল ছানা ও ভাসু বিহার গ্রামের মো. মিজান।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. মতিউর রহমান উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
আইনজীবীরা জানান, বগুড়ার একটি হত্যা মামলায় ওই পাঁচ জনের পক্ষে আগাম জামিন আবেদন করার পর ৮ জুন উত্থাপিত হয়নি মর্মে খারিজ আদেশ দেন হাইকোর্ট। কিন্তু তারা ৩০ জুলাই আইনজীবীকে আদেশের একটি ফটোকপি দেখিয়ে বলেন- জামিনাদেশ পেয়েছেন। এখন এর নকল তুলে দিতে হবে। কিন্তু আইনজীবী জবাব দেন জামিন হয়নি। এরপর আসামিপক্ষের আইনজীবী খবর নিয়ে দেখেন, কুমিল্লার একটি মামলায় নিয়মিত জামিন হওয়া আদেশের নকল করে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় বিষয়টি আদালতকে অবহিত করেন আসামিপক্ষের আইনজীবী।
বগুড়ার শিবগঞ্জে গত ৫ মার্চ ওমর ফারুক নামে এক ব্যক্তি খুনের অভিযোগে নিহতের ভাই পরদিন শিবগঞ্জে হত্যা মামলা করেন। এই মামলায় ২৩ আসামির মধ্যে তৈয়ব আলী, মনতাজের রহমান, মিনহাজ, মো. ছানাউল ছানা ও মো. মিজান- এই পাঁচ আসামি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন, যার টেন্ডার নম্বর ২৮২৯২/১২। শুনানি নিয়ে গত ৮ জুন হাইকোর্টের একই বেঞ্চ ওই জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ইএস/এমজেএফ