বুধবার (০২ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সবাই বিএনপি সমর্থক আইনজীবী।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, বিচারকদের জন্য খসড়া বিধিমালা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। বিশেষ করে আইনমন্ত্রী এই ব্যাপারে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানে যে ক্ষমতা সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে তা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন।
‘নিম্ন আদালতের শৃঙ্খলাবিধি নিয়ে আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন এবং আপিল বিভাগ ও আইন মন্ত্রণালয়ের মুখোমুখি অবস্থান তা মোটেই গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শুভকর নয়। এই সমস্ত আপত্তিকর বক্তব্য বন্ধ হওয়া উচিত। ’
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
ইএস/এসএইচ