রোববার (২০ আগস্ট) তারেকের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
নোটিশ প্রাপ্তির পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১২ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষক মাহবুবুল হক ক্লাস নিয়েছেন-এমন অভিযোগে ১৭ আগস্ট তাকে একটি চিঠি দেওয়া হয়। রেজিস্ট্রারে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়-২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হলো।
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, কোনো প্রকার কমিটির সিদ্ধান্ত ছাড়াই তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। চিঠি বলা হয়েছে-কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ছুটি দেওয়া হলো। কিন্তু কর্তৃপক্ষ কারা। এটা আইনানুগ হয়নি।
এদিকে এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছেন মাহবুবুল হক ভূঁইয়া নিজ ফেসবুকে জানান, শোক দিবসে সকালের কর্মসূচি শেষে নিজ বিভাগে আসার পর কয়েকজন শিক্ষার্থী কয়েকটি টপিকস এর ব্যাপারে জানতে চান। তাদের একটি কক্ষে নিয়ে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়েছে। সেদিন ক্লাস নেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।
মাহবুবুল হক ভূঁইয়া তারেক ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২০,২০১৭
ইএস/বিএস