সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান ব্যাংকের ঋণ সংক্রান্ত এক মামলার শুনানিতে মঙ্গলবার (২২ আগস্ট) এমন মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে শুনানিতে মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে কি হচ্ছে, তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি, তখন এক রকম। আর যখন চেয়ারে (এজলাসে) বসি, তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসেন। আমরা সবার বিচার করি’।
এরপর অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন প্রধান বিচারপতি। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়’।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ইএস/বিএস/এএসআর