রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের অবকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
এর ফলে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী ভর্তিতে দ্বিতীয়বারের অংশগ্রহণকারীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরিতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সাংবাদিকদের তিনি জানান, আগামী ৩ অক্টোবর এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি অনুষ্ঠিত হবে বলেও আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে একটি রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে ওই রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন।
আরও পড়ুন>>
** এমবিবিএস ভর্তিতে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
ইএস/এমএ