ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি সিনহার অবস্থা জানতে আপিল বিভাগে যাবে বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বিচারপতি সিনহার অবস্থা জানতে আপিল বিভাগে যাবে বার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ফটো)

ঢাকা: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে লিখিত দিক-নির্দেশনা ও সাহায্য কামনা করে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন সুপ্রিম আইনজীবী সমিতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা।

এছাড়া সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।
 
বুধবার (০৪ অক্টোবর) জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি জয়নুল আবেদীন।

   
 
তিনি সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবারই (০৩ অক্টোবর) বলেছিলাম, আরও বৃহত্তর পরিসরে আলাপ-আলোচনা করা হবে। এ লক্ষ্যে বিকেল চারটায় জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে বসেছিলাম। সেখানে ৩৮ জন আইনজীবী ও সাবেক কয়েকজন বিচারপতি ছিলেন। তারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি’।
 
‘প্রথম সিদ্ধান্ত হলো- সভায় যারা উপস্থিত ছিলেন, সেসব জ্যেষ্ঠ আইনজীবী এবং সমিতির সকল সদস্য মিলে বুধবার সকাল ৯টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে লিখিতভাবে দিক-নির্দেশনা এবং সাহায্য কামনা করবো, কিভাবে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে পারি’।
 
‘দ্বিতীয় সিদ্ধান্ত হলো- সাবেক অনেক বিচারপতি আছেন যারা আদালতে আসেন। তাদের অনেকেই আইনজীবী সমিতির সদস্যপদও নিয়েছেন। তাদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন’।
 
জয়নুল আবেদীন বলেন, ‘তারা কখন যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ও আরও বৃহত্তর পরিসরে সকলকে হাজির করতে সভাটি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে’।  
 
‘প্রথম থেকেই বলে এসেছি, এই আইনজীবী সমিতিতে আমরা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করতে চাই না। এখানে আমাদের বক্তব্য-কর্মকাণ্ড রাজনীতিরে ঊর্ধ্বে। যার যার রাজনীতি তার তার কাছে থাকবে। কিন্তু এই সমিতির মান-মর্যাদা, বিচার বিভাগের মান-মর্যাদা রক্ষার দায়িত্ব হচ্ছে অরাজনৈতিকভাবে এবং আমাদের বিচার ব্যবস্থাকে আমরা সম্মানের সঙ্গে দেখতে চাই। সম্মানের সঙ্গে সকল বিচারপতি দায়িত্ব পালন করুন- সেজন্য আমাদের যতোটুকু সাহায্য-সহযোগিতা আমরা অতীতেও করেছি, আগামী দিনেও করতে চাই, এখনও করছি’।
 
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির মঙ্গলবার সকালের জরুরি সভার ধারাবাহিকতায় বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে সভা করা হয়। ওই সভাটিই বুধবার পর‌্যন্ত মুলতবি করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।