ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ঢাকা: এ বছরের ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন’ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধান অতিথি হিসেবে আগামী ০২ ডিসেম্বরের দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আইনমন্ত্রী আনিসুল হক ও আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক আমন্ত্রিত অতিথি থাকবেন।
 
সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেবেন।


 
সম্মেলনে অংশ নিতে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত চিঠি আইনসচিব, সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ,  নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন), দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন), সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবসহ (আইন প্রণয়ন) বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
 
সকাল আটটায় উদ্বোধনী পর্ব শুরু হয়ে চলবে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল। বক্তব্য দেবেন আইনমন্ত্রী, আইনসচিব এবং জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব।

১১টা  ৫০ মিনিটে ভাষণ দেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। দুপুর ১২টা ২০ মিনিট সম্মেলনের উদ্বোধন ও ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
 
নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর সমাপনী পর্ব শুরু হবে দুপুর দুইটায়। শেষ হবে বিকাল চারটা ২০ মিনিটে। এ পর্বে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি থাকবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।  এ পর্বের শুরুতে বক্তব্য দেবেন অধস্তন আদালতের বিচারকরা।

দুপুর ৩টা ৪০ মিনিটে অভিভাষণ দেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।