বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) নগরীর শাহবাগ এলাকার বাসিন্দা মমতাজ ইসলাম নামে এক নারী এ আবেদন করেন।
বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক।
‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ এ শিরোনামে ১৩ নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে মেয়র সাইদ খোকনের বরাত দিয়ে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড আনন্দ বাজার এলাকায় হস্তান্তর করা হবে।
বাদীর অভিযোগ, ওই বাসস্ট্যান্ড হস্তান্তরের সিদ্ধান্তের ফলে স্থানীয় ব্যবসায়ীসহ বাসিন্দারা অসম্মানবোধ করছেন। তাই তিনি এ মামলার আবেদন করেছেন। এজন্য তিনি ব্যক্তিগতভাবে এ আবেদন করেছেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ওএইচ/