ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নেত্রকোনায় হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
নেত্রকোনায় হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় মঈনুল হাসান কল্লোল হত্যা মামলায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।  

আব্দুস সালামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী গ্রামে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুল হক বাংলানিউজকে জানান, আব্দুস সালাম ও মোহনগঞ্জ উপজেলার রাউতপাড়া গ্রামের মইনুল হাসান কল্লোলের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে আব্দুস সালাম ধারালো অস্ত্র দিয়ে কল্লোলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কল্লোলের স্ত্রী সুরমা আক্তার ১৬ সেপ্টেম্বর আব্দুস সালামসহ আটজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ৩১ জানুয়ারি আব্দুস সালামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।