ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নীলফামারীতে অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, নভেম্বর ২২, ২০১৭
নীলফামারীতে অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নীলফামারী: নীলফামারী জেলা শহরে অবৈধভাবে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে (২২ নভেম্বর) স্টাফ কোয়ার্টার এলাকার সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও নতুন বাবুপাড়ার ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়।
 
নীলফামারী জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নীলফামারী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।

অনুমতিহীনভাবে পরীক্ষা-নিরীক্ষাসহ রোগীদের সেবাদান করার দায়ে এসব ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। বৈধভাবে নিবন্ধন নেওয়ার আগ পর্যন্ত এসব প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান এনডিসি মো. আবু হাসান।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।