ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হোল্ডিং ট্যাক্স নিয়ে ঢাকার দুই মেয়রকে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
হোল্ডিং ট্যাক্স নিয়ে ঢাকার দুই মেয়রকে নোটিশ

ঢাকা: সিটি করপোরেশনের আরোপিত বর্ধিত হোল্ডিং ট্যাক্স ২৪ ঘণ্টার মধ্যে আদায় স্থগিতের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও উত্তরের মেয়র আনিসুল হক বরাবর এ নোটিশ পাঠান আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

নোটিশে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৮২ ও ৮৩ ধারা মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে কর আরোপ ও কর বলবৎকরণের আওতায় কর আরোপের বিধান রয়েছে।

কিন্তু কোনোরূপ গণশুনানি কিংবা কোনো ধরনের প্রজ্ঞাপন জারি না করে হোল্ডি ট্যাক্স ৬শ’ টাকা হতে ৪৫ হাজার ৬শ’ টাকা বৃদ্ধি করেছে।  

পক্ষান্তরে সিটি করপোরেশনের নিজস্ব মার্কেট কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সঠিক কর নির্ধারণ করে ঢালাওভাবে এই কর অযৌক্তিক, তাই বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।