বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনরত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।
ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল সালামকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, নীলফামারীর সিনিয়র সহকারী জজ মো. মিজানুর রহমানকে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জীবরুল হাসানকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের জেনারেলের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে দু’জনকে অবিলম্বে এবং একজনকে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে বদলিকরা স্থানে যোগ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ইএস/এসএইচ