ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল হাইকোর্টে স্থগিত হাইকোর্টের ফাইল ফটো

ঢাকা: সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ নভেম্বর)বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী।
 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
 
পরে আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে তা বাতিল করা হয়। এরপর রিট করা হলে আদালত রুল জারি করেন।  

‘সম্প্রতি তিনি (রাগীব আলী) জামিন পেয়েছেন এবং দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন আছে। পরে আমাদের আরেকটি আবেদন করা হয়। ’
 
হাইকোর্টের রায়ের ফলে পত্রিকাটি আবার প্রকাশনা শুরু করতে পারবে বলে জানিয়েছে আব্দুল হালিম কাফী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার বলেন, আদালত ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৭
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।