ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি টিপু, সম্পাদক আলতাফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি টিপু, সম্পাদক আলতাফ

বাগেরহাট: বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়।

পরে রাত সাড়ে দশটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৩শ’ ৭৬ জন ভোটারের মধ্যে ৩শ’ ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

যার মধ্যে ১০টি ভোট বাতিল হয়।

নির্বাচনে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলের প্রার্থী ডক্টর এ. কে আজাদ ফিরোজ টিপু ১৭৪ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এ. কে. এম. আ. হাই পেয়েছেন ১৬৮ ভোট।  

তবে সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মো. আলতাফ হোসেন ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলে সৈয়দ জাহিদ হোসেন পেয়েছেন ১৭২ ভোট।  

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তুষার কান্তি বসু ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের চাকলাদার সাহাব উদ্দীন আহমেদ পেয়েছেন ১৬৯ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সলিমুল্লাহ শেখ সেলিম ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. এনায়েত হোসেন পেয়েছেন ১৫৬ ভোট।  

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কাজী মো. আহসান কবির মুক্ত ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এস. এম জিন্না পেয়েছেন ১৫৭ ভোট।  
সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষণ) পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ফকির মো. নওরেশুজ্জামান (লালন) ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শেখ মো. শরিফুল ইসলাম (ঠাণ্ডু) শরিফুল ইসলাম ঠাণ্ডু পেয়েছেন ১৬২ ভোট।  

সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের দেবদাস রানা ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কুহেলী পারভীন পেয়েছেন ১৫৪ ভোট।  

সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে আইনজীবী ঐক্য পরিষদের  এস. এম মাহাবুব মোর্শেদ লালন ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. মোসলেম উদ্দিন পেয়েছেন ১৩৪ ভোট।  

সহকারী সম্পাদক (ধর্ম বিষয়ক) পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বালী নাছের ইকবাল ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে ফারজানা খাতুন সাথী ২০৩, শাহীন তালুকদার ১৯৪, রোকসানা পারভীন রুপা ১৭৯, স্মৃতি কনা মজুমদার ১৭২, মোশারেফ হোসেন ১৭০, বিথীকা রানী পাল ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ  সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।