ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

রানা হত্যার দায়ে ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রানা হত্যার দায়ে ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর ডেমরায় যুবক রানা হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. মাসুদ, একই এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার টেসাই গ্রামের আশ্রাফের ছেলে আল-আমিন ওরফে আলম ও ডেমরা থানার শূন্যটেংড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে রবিন।

তারা চারজনই পলাতক রয়েছেন।

ফেনী জেলার নৈরাশপুর খোনারী বাড়ি গ্রামের আ. কাদেরের ছেলে বাবলা ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিং আড্ডা গ্রামের আ. জব্বারের ছেলে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যটেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।

পরে গ্রেফতারকৃত আসামি মাসুদ ও আল আমিন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

এ মামলায় চার্জশিটভুক্ত ১১ সাক্ষীর সকলের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এমআই/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।