ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুড়িগ্রামের সাংবা‌দিক আ‌নিস জামিনে মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কুড়িগ্রামের সাংবা‌দিক আ‌নিস জামিনে মুক্ত জামিনে মুক্তির পর আনিসকে স্বাগত জানান স্থানীয় সাংবাদিকরা

কু‌ড়িগ্রাম: আইসিটি আইনের ৫৭ (২) ধারার মামলায় গ্রেফতার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবা‌দিক আনিছুর রহমান আনিস অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে মু‌ক্তি পেয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তি‌নি।

এরআগে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের বেঞ্চে আনিছুর রহমানের জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভাকেট সায়েম মো. মুরাদ।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুনানি শেষে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।

ডাকযোগে উচ্চ আদালতের আদেশ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যা‌জিস্ট্রেট আদালতে পৌঁছায়।

অ্যাড. আহসান হাবীব নীলু (বন্ড) জামিননামা প্রদানের অনুমতি প্রার্থনা করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিঞ্চু’র আদালত ১০ হাজার টাকা বন্ড জামিন মঞ্জুর করেন।

পরে বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম কারাগার থেকে সাংবাদিক আনিছুর রহমান জামিনে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।