ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের ১১তম ব্যাচের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ১৪৩ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল কাউন্সিল সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আশফাকুর রহমান স্বাক্ষরিত এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রচার করা হবে।

স্বাস্থ্য পরীক্ষায় অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে (Police Verification) কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।  

লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে www.jscbd.org.bd ঠিকানায়।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।