ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্ট কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতির ভাষণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
হাইকোর্ট কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতির ভাষণ

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অভিভাষণ দেবেন বলে এক অফিস আদেশে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া।

ওই আদেশে বলা হয়, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে অভিভাষণ দেবেন।

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও আইটি শাখার সব পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
  
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।