ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কর্মকর্তাদের সর্তক করলেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কর্মকর্তাদের সর্তক করলেন প্রধান বিচারপতি

ঢাকা: কার্যতালিকা তৈরি, সঠিক সময়ে অফিসে উপস্থিতি, যথাসময়ে কাজের বিষয়ে বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও সুপারিনটেনডেন্টদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট মিলনায়তনে তাদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এ সতর্কবার্তা দেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি বেঞ্চ অফিসারদের হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ক্রমানুযায়ী সঠিকভাবে করতে বলেছেন।



তিনি বলেন, আদালতের যে কোনো আদেশ বা রায় হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট স্থানে পাঠানো, সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে হবে।

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।