ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পুলিশ পরিদর্শক জালাল হত্যায় আসামির স্ত্রীর জবানবন্দি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
পুলিশ পরিদর্শক জালাল হত্যায় আসামির স্ত্রীর জবানবন্দি সিএমএম কোর্ট

ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জালাল উদ্দিন হত্যা মামলার পালিয়ে যাওয়া আসামি হাসান মাহমুদের স্ত্রী তানিয়া বেগম আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু মো. ফজলুল করিম তানিয়াকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম সাক্ষী হিসেবে তানিয়ার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করেন।

এরপর তাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত ১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুলসংলগ্ন ১০৫/এ/১ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হন ইন্সপেক্টর জালাল। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পুলিশ ওই ভবন থেকে তানিয়া বেগমসহ ৩ জনকে আটক করেছিল।  

ওই ঘটনায় ২১ মার্চ ডিবির এসআই শামীম আহমেদ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হাসান মাহমুদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

১৯৭০ সালের ১৫ মে জন্ম নেওয়া জালালের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ভোলাপাড়া গ্রামে। তিনি ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বর কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। কর্মজীবনে ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের ১ আগস্ট সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে, ২০০৭ সালের ১ নভেম্বর উপ-পরিদর্শক (এসআই) এবং তিনমাস আগে পদোন্নতি সূত্রে ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমে পরিদর্শক হিসেবে যোগদান করেন। এর আগে সবশেষ এসআই হিসেবে সূত্রাপুর থানায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।