ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদার ওকালতনামা না দেওয়ায় হাইকোর্টে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
খালেদার ওকালতনামা না দেওয়ায় হাইকোর্টে রিট

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওকালতনামা ফেরত না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল খালেদা জিয়ার পক্ষে এ রিট করেন।

আবেদনে ওকালতনামা ফেরত দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।



পরে ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত কয়েকদিনে বিভিন্ন মামলায় আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষরের জন্য কারাকর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। কিন্তু তারা ওকালতনামা ফেরত দেয়নি। সেজন্য এ বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।  

আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।