ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগে নতুন রেজিস্ট্রার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আপিল বিভাগে নতুন রেজিস্ট্রার

ঢাকা: মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার পদে (প্রেষণে) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন একটি বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) (পদোন্নতিমূলে) (প্রেষণে) পদে নিয়োগ করেছেন।



গত বছরের ১৫ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

তার দু’দিন পরে ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৪ মার্চ জাকির হোসেনকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই থেকে পদটি খালি ছিল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।