ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

কাকরাইলে মা-ছেলে হত্যায় প্রতিবেদন দাখিল ৪ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, এপ্রিল ২৬, ২০১৮
কাকরাইলে মা-ছেলে হত্যায় প্রতিবেদন দাখিল ৪ জুন

ঢাকা: রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ কোনো প্রতিবেদন না দেওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব নতুন করে এ দিন ধার্য করেন।

গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলাকেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।