ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ৫, ২০১৮
অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

ঢাকা: ২৩ দিনের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটিসহ অবকাশকালীন ছুটি শেষে রোববার ০৬ মে খুলছে সুপ্রিম কোর্ট।

গত ১৩ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এ ছুটি ছিলো। সুপ্রিম কোর্টে এ সময়ে অবকাশ থাকলেও জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট খোলার পর দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত পরে জীবন হারানো রাজীব এবং মেরুদণ্ডের হাড় ভাঙা আয়েশার ক্ষতিপূরণের রিট মামলার শুনানি হতে পারে।  

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৫, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।