ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুকুরের প্রতি নিষ্ঠুরতায় আসামির ৬ মাসের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মে ১০, ২০১৮
কুকুরের প্রতি নিষ্ঠুরতায় আসামির ৬ মাসের কারাদণ্ড পলিথিনে মোড়ানো কুকুর ছানার মরদেহ, ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা সংক্রান্ত মামলায় রামপুরার বাগিচারটেক কল্যাণ সমিতির সিকিউরিটি গার্ড ছিদ্দিককে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে দুইশ’ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহা. আহসান হাবীব ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের ৭ ধারায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলায় চার্জশিটভূক্ত ১৫ জন সাক্ষির মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, আসামি যে দিন গ্রেফতার হবেন কিংবা স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন সেদিন থেকে এ সাজা কার্যকর হবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাদিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিনু রানী রায় আর আসামিপক্ষে ছিলেন কাশেম আলী।

মিনু রাণী দাবি করেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা অভিযোগে এর আগে দু’একটি মামলা হলেও সাজা এ প্রথম।

আসামি ছিদ্দিক ভোলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন হাওলাদার বাড়ির মৃত দুলাল মিয়ার ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০ টা থেকে ১১টার মধ্যে রামপুরা থানার বাগিচারটেক ৩৫/২ নম্বর বাড়ির পাশের খালি প্লটে থাকা দু’টি মা কুকুরসহ ১৪টি ছানাকে আসামি ছিদ্দিক লোহার রড দিয়ে পেটায়। পরে অর্ধমৃত দু’টি মা কুকুর ও তাদের ১৪ ছানাকে বস্তায় ভরে বাড়ির পাশে মাটি চাপা দেয়।

ওই ঘটনায় ২০১৭ সালের ১ নভেম্বর প-ফাউন্ডেশনের (পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল হক বাদি হয়ে রামপুরা থানায় এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।