ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার

ঢাকা: গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে জারি করা ’হাজিরা পরোয়ানা’ (পিডাব্লিউ) প্রত্যাহার করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুন) আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়ার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দুই বিশেষ জজ আদালত পরোয়ানা প্রত্যাহারের এ আদেশ দেন।

মামলা দু'টির মধ্যে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন গ্যাটকো দুর্নীতি মামলায় ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক কেএসএম শাহ ইমরান হাজিরা ওয়ারেন্ট (পিডাব্লিউ) প্রত্যাহারের আদেশ দেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও ফাতিমা খানম নীলার বিরোধিতা করেছিলেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।   ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।