ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
মাদারীপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

মাদারীপুর: মাদারীপুরে মাদক মামলায় তুহিন শরীফ (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

তুহিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ির গাজিরচর এলাকায়।

 

মামলার বিবরণ থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান লতিফ জানান, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর কলাবাড়ির গাজিরচর এলাকা থেকে তুহিন ও শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিসহ তিনজনকে ৩৫ বোতল ফেনসিডিলসহ  আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ তুহিন ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত। মামলায় সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার তুহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় শাহাবুদ্দিনকে খালাস দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।