ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শহিদুলকে ডিভিশন দেওয়ার আদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
শহিদুলকে ডিভিশন দেওয়ার আদেশ বহাল আলোকচিত্রী শহিদুল আলম/ফাইল ছবি

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ৫ সেপ্টেম্বর (বুধবার) ডিভিশন দেওয়ার আদেশ দেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৫ আগস্ট (রোববার) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।