ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড  প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে মামুন আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জিয়া হায়দার এ রায় দেন।  

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের আকুব্বর আলীর ছেলে মামুন আলী যৌতুক না পেয়ে তার নিজ স্ত্রী সাগরী খাতুনকে হত্যা করেন।

ঘটনার পরদিন নিহতের বাবা রহিম বক্স বাদী হয়ে দামুড়হুদা থানায় মামুনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে দামুড়হুদা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব সরকার একই বছরের ৩১ মে মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

আদালত এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় একমাত্র অভিযুক্ত আসামি মামুনকে মৃত্যুদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।