ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদকবিক্রেতার যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বরিশালে মাদকবিক্রেতার যাবজ্জীবন

বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোস্তাফিজুর রহমান শরিফ নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২১ অক্টোবর) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দন্ডিত মোস্তাফিজুর রহমান শরিফ পলাতক ছিলেন।

তিনি চরমোনাই ৭নং ওয়ার্ডের শরীফ বাড়ির বাসিন্দা আব্দুল সালাম শরীফের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ জুন বরিশালের নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন জিয়া সড়কের সম্মুখ থেকে ৫৪ বোতল ফেনসিডিলসহ মোস্তাফিজুরকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই বগুড়া পুলিশ ফাড়ির এটিএসআই মতিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। একই বছরের ৬ জুলাই আদালতে চার্জশিট জমা দেন কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই আবু তাহের। আদালত ৯ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।