ঢাকা, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীত দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার  (১১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

 

মির্জা আব্বাসের পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ  আলী।

খুরশীদ আলম খান জানান, মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।  

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, গত ৪ অক্টোবর আইনজীবী মো. নুরুল হুদা হলফনামা করে মামলা বাতিলের আবেদন করেছিলেন। ৫,৯৭,১৩,২৩৪/ ( পাঁচ কোটি সাতানব্বই লাখ তের হাজার দুইশত চৌত্রিশ টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩,৪৮,৫৮১/( তেত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচ শত একাশি টাকা)  তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৩৫। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ বিচারাধীন আছে। সাক্ষী চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।