ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিলে হাফিজ ইব্রাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিলে হাফিজ ইব্রাহিম হাফিজ ইব্রাহিম

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বির্তকিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই ও বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

এদিকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া রায়টিও ইতিমধ্যে বের হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) তিনি জানান, হাইকোর্টের দেওয়া রায়ে থাকা ৫০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত চেয়ে ২৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করেছেন হাফিজ ইব্রাহিম।

এরপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টিও বের হয়েছে।

খুরশীদ আলম খান বলেন, বিচারিক আদালতের রায়ে হাফিজ ইব্রাহিমকে দুদক আইনের ২৭ (১) ধারায় ১০ বছর দণ্ড দেন। এছাড়া আইনের ২৬ (২) ধারায় তিন বছরের দণ্ড ও জরিমানা করেন। কিন্তু হাইকোর্ট বিভাগ ২৭ (১) এর দণ্ড বাতিল করেছেন। আর ২৬ (২) এর দণ্ড বহাল রেখেছেন। তবে তিনি এ মামলায় কিছুদিন সাজা খাটায়, বাকীগুলো আর খাটতে হবে না। কিন্তু বহাল রেখেছেন ৫০ লাখ টাকার দণ্ডও।

তিন বছরের দণ্ড বহাল রাখায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, ২৭ তারিখ হাইকোর্টের দেওয়া আদেশের মধ্যে উনিও পড়তে পারেন বলে মনে হচ্ছে। তবে তিনি অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। যেটা এখনো শুনানির জন্য উপস্থাপন করা হয়নি।

২৭ নভেম্বরের এক আদেশে সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট অভিমত দিয়েছেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটি দায়ের করা হয়। মামলায় ২০০৮ সালের ১৯ জুন হাফিজ ইব্রাহিমকে মোট ১৩ বছরে কারাদণ্ড দেন বিচারিক আদালত। আপিলের পর হাইকোর্ট হাফিজ ইব্রাহিমকে খালাস দেন।

খালাসের বিরুদ্ধে দুদকের আপিলের পর আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠান। এর বিরুদ্ধে হাফিজ ইব্রাহিম রিভিউ করলে সেটিও খারিজ করে দেন আপিল বিভাগ।

পরে আপিল বিভাগের আদেশ মতে হাইকোর্ট বিভাগে এ মামলার পুনঃশুনানি অনুষ্ঠিত হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৯ , ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।