ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিসিদের রিটার্নিং অফিসার নিয়োগে হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ডিসিদের রিটার্নিং অফিসার নিয়োগে হাইকোর্টের রুল ছবি: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঘোষণা করে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেট কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১২ ডিসেম্বর) এ রুল জারি করেন।

তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), জনপ্রশাসন সচিব ও নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব। আদালতের আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

গত ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান।

রিট দায়েরের পর সাকিব মাহবুব বলেন, নির্বাচনের ওপর কোনো স্থগিতাদেশ চাওয়া হয়নি। আমরা কেবল ডিসিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেছি। কারণ আরপিও অনুসারে নির্বাচনের ক্ষমতা প্রয়োগ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কিন্তু রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিসিরা, জেলা নির্বাচন কর্মকর্তা থাকার পরেও।  

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।