ওই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মফিকুল ইসলাম বাবুল।
পরে মোতাহার হোসেন সাজু বলেন, আদালত তার মনোনয়ন তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।
আবেদনে বলা হয়, চলতি বছরের ১ আগস্ট চাকরি থেকে পদত্যাগ করেন তাহসিনা রুশদী লুনা। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(চ) অনুযায়ী প্রজাতন্ত্র বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা প্রতিরক্ষা পরিসেবা থেকে পদত্যাগ বা অবসরের পর কমপক্ষে তিন বছর অতিক্রান্ত হতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ইএস/এমজেএফ