ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে দুই বোনকে গণধর্ষণে ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
না’গঞ্জে দুই বোনকে গণধর্ষণে ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দুই বোনকে গণধর্ষণ মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ মামলায় মঙ্গলেরগাওয়ের হাকিম মিয়ার ছেলে নজরুল ইসলাম হোমা খালাস পেয়েছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার মঙ্গলেরগাও এলাকার মৃত হজরত আলীর ছেলে শাহ আলম একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল ও হাবিবুল্লার ছেলে জিয়া।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক।

আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লালমনিরহাট থেকে দুই বোন স্ব-পরিবারে সোনারগাঁওয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে ২০১০ সালের ২৮ মে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।