ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদকবিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
পিরোজপুরে মাদকবিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

‌‌পিরোজপুর: পিরোজপুরে মনিরাজ দেবনাথ (২৮) নামে এক মাদকবিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (০৫ ফেব্রুয়া‌রি) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মনিরাজ পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার বাসিন্দা।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে কাপুড়িয়াপট্টি এলাকায় মনিরাজের বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম। অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ মনিরাজকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মনিরাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক।  

বাংলা‌দেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।