ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি আমিন, সম্পাদক খোকন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি আমিন, সম্পাদক খোকন সভাপতি এ এম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (১৩ মার্চ) ও বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোটগ্রহণ চলে।

দুইদিনই সকাল ১০টার পর থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

গণনা শেষে শুক্রবার (১৫ মার্চ ) বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের হল রুমে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থক নীল প্যানেল নির্বাচিত হয়েছেন।

সাদা প্যানেল
সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন(৩২২৫), সহ-সভাপতি জসিম উদ্দিন (২৮৪৯), সহ-সম্পাদক কাজী শামসুল হাসান শুভ (২৭২৯) সদস্য পদে আফিফা আফরোজ (২৮৭৭), চঞ্চল কুমার বিশ্বাস (২৮৫২) ও শামীম সরদার (২৯৮৩) নির্বাচিত হন।

নীল প্যানেল
নীল প্যানেলের সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (৩০৫৬), সহ-সভাপতি আব্দুল বাতেন (২৮৫৬), কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন (২৯৪৭), সহ-সম্পাদক পদে শরীফ ইউ আহমেদ (২৭২২), কার্যনির্বাহী সদস্য পদে রাশিদা আলিম ঐশী (৩০৯৬), মোহাম্মদ ওসমান চৌধুরী (৩০৩৬), কাজী আখতার হোসেন (৩১৬৯) ও  সৈয়দা শাহীন আরা লাইলি (২৮৬৬) নির্বাচিত হন।

প্রসঙ্গত, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৭ম বারের মতো সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯/আপডেট: ১৫৩৪ ঘণ্টা
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।