ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে চেক জালিয়াতি মামলায় আইনজীবী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
সিলেটে চেক জালিয়াতি মামলায় আইনজীবী গ্রেফতার ইশতিয়াক

সিলেট: সিলেটে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরীকে (৪৪) আটক করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) বিকেলে নগরের তেলিহাওর নর্থইস্ট ইউনিভার্সিটির সামনে থেকে তাকে অাটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ পিল্যাকান্দি গ্রামের মৃত সায়েক আহমদ চৌধুরীর ছেলে ও নগরের উপশহর এলাকার বাসিন্দা।

তিনি সিলেট জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত।

র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইশতিয়াককে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তিনি চেক জালিয়াতির একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনইউ/পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।