ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় সুরাইয়া বেগম দুল নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদা খানম এ রায় দেন। সুরাইয়া বেগম দুল শহরের পুর্ব আদালত পাড়ার আলমগীর হোসেনের স্ত্রী।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবার খান বাংলানিউজকে জানান, সুরাইয়া বেগমকে ২০০৫ সালের ৩ মার্চ পুলিশ তার বাড়ি থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। ওই দিনই পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) মোশফেকুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। রায় ঘোষণার পর ওই নারীকে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।