ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনীতে সড়ক দুর্ঘটনার মামলায় চালকের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
ফেনীতে সড়ক দুর্ঘটনার মামলায় চালকের কারাদণ্ড 

ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনার মামলায় আমজাদ হোসেন প্রকাশ রূপক (২৬) নামে এক হিউম্যান হলার (ইমা) চালক আমজাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালে ১৫ ফেব্রুয়ারি ফেনীর সদর উপজেলার পাঁছগাছিয়া আদর্শ হাউজিং সোসাইটির সামনে একটি হিউম্যান হলারের (ঢাকা-মেট্টো-চ-৮৬৯৬) চাপায় সফি উল্যাহ (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।

এদিন মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইন উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১২ এপ্রিল আমজাদকে অভিযুক্ত করে আদালতে একই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল অভিযোগপত্র দাখিল করেন। চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ বাংলানিউজকে জানান, মামলার শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।