ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীর সিভিল সার্জনকে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মে ৮, ২০১৯
পটুয়াখালীর সিভিল সার্জনকে হাইকোর্টে তলব

ঢাকা: নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলার মেডিকেল সার্টিফিকেটে বিপরীতধর্মী তথ্যের বিষয়ে ব্যাখ্যা জানতে পটুয়াখালীর সিভিল সার্জনকে তলব করেছেন হাইকোর্ট।

ওই মামলার এক আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (০৭ মে) এ আদেশ দেন।

আগামী ২২ মে সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজির হয়ে তাকে ওই মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইফসুফ মাহমুদ মোর্শেদ। তিনি জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় গত ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

ওই মামলার আসামি দীনেশ চৌকিদার হাইকোর্টে জামিন আবেদন করেন। তার জামিন আবেদনের শুনানিকালে দেখা যায় মেডিকেল সার্টিফিকেটে কন্ট্রাডিকটরি (বিপরীতধর্মী) তথ্য রয়েছে। এ কারণে ব্যাখ্যা দিতে সিভিল সার্জনকে তলব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ০৭, ২০১৯
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।